কুড়িগ্রামে মহানবীকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবীকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে শাহীন আলম ও লাভলু নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শাহীন আলম শনিবার তার শাহীন আলম নামক ফেসবুক আইডি থেকে বিশ্বনবীকে নিয়ে কটূক্তির অবমাননাকর একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভে ফেটে পরেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তি দাবি করেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান জানান, অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply