কুড়িগ্রামে দৈনিক দেশের কন্ঠের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নানা আয়োজনে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পালিত হয়েছে দৈনিক দেশের কন্ঠে’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী।
পত্রিকাটির অষ্টম বর্ষে পদার্পন ও সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার রাজারহাট উপজেলায় করা হয় এ আয়োজন। ভিন্নতা আনয়নের লক্ষ্যে একেকবার একেক উপজেলায় এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেন পত্রিকার প্রতিনিধিগণ।
মঙ্গলবার (১১ জুন) কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দৈনিক দেশের কন্ঠে’র উপজেলা প্রতিনিধি ও রাজারহাট মডেল প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোঃ হামিদুল ইসলামের আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলোতে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন কুমার রায় প্রমূখ।
এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিভিন্ন পর্যায়ের সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজারহাট মডেল প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিনিধিগণ এবং বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে পত্রিকাটির অষ্টম বর্ষে পদার্পণ ও সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে আপ্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply