কাউনিয়ার টেপামধুপুরের বিশিষ্ট ঠিকাদার মোতাহার হোসেন মুকুল এর দাফন সম্পন্ন
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিনোদন মাঝি গ্রামের বাসিন্দা আলহাজ¦ মতিয়ার রহমানের ১ম পুত্র বিশিষ্ট্য সমাজ সেবক ও ঠিকাদার মোঃ মোতাহার হোসেন মুকুল (৬৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ১১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি —-রাজিউন)।
জানাযায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, সুধীসহ এলাকার শাতশত মানুষ অংশ গ্রহন করেন। জানাযা শেষে টেপামধুপুর মাদ্রাসা মসজিদের পাশে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন মসজিদ, মাদ্রসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। মৃত্যু কালে স্ত্রী, ২কন্যা ১ পুত্র সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রত্যাশার আলো পত্রিকা পরিবার, সাংবাদিক সমাজ, কাউনিয়া ঠিকাদার সমিতি, টেপামধুপুর ব্যবসায়ী সমিতি, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ তার আত্মার মাগফেরাত কামানা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply