কাউনিয়ায় যাত্রীর দেওয়া সফট ড্রিকংস টাইগার খেয়ে অটোচালক নজরুল ইসলামকে অচেতন করে রাস্তার ধারে ফেলে রেখে ব্যাটারী চালিত চার্জার অটো নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশী ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে রোববার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার হলদী বাড়ী নাবালকের চাতাল নামক স্থানে।
থানা সূত্রে জানাগেছে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের নব্দীগঞ্জ এলাকার আকবার আলীর পুত্র নজরুল ইসলামের নিজস্ব ব্যাটারী চালিত চার্জার অটো ভাড়া নিয়ে নব্দীগঞ্জ বাজারে একজন অপরিচিত যাত্রী কাউনিয়া যাওয়ার উদ্দেশ্য ওঠেন। ওই যাত্রী আলাপচারিতায় অটোরিকশা চালকের সাথে সখ্যতা গড়ে তোলেন।
এক পর্যায়ে অটো চালককে সফট ড্রিংকস টাইগার খেতে দেন। অটোচালক অচেতন হয়ে পড়লে যাত্রীবেশী ছিনতাই কারী তাকে কাউনিয়ার হলদী বাড়ী নাবালকের চাতালের নিকট রাস্তার ধারে ফেলে রেখে ব্যাটারী চালিত চার্জার অটো গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা অটো চালক নজরুল ইসলামকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে অটোচালক অচেতন অবস্থায় উদ্ধার করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি(তদন্ত) মোস্তফা কামাল বলেন অটোচালক কে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ব্যাটারী চালিত চার্জার অটোটি ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply