কাউনিয়ায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক সভা ও পুরস্কার বিতরণ।
রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় শিক্ষা সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার বিকালে ধুমেরকুঠি সিনিয়র ফাজিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আখের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ মাইদুল ইসলাম, প্রভাষক আবু তাহের, নাজিরদহ একাতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক জহির রায়হান, কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ।
আলোচনা শেষে এ প্রকল্প সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply