কাউনিয়ায় বাসের ধাক্কায় আহত শ্রমিকের ২ দিন পর মৃত্যু
রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় আহত শ্রমিকের ২ দিন পর মৃত্যু
কাউনিয়ায় বাসের ধাক্কায় আহত শ্রমিক লুৎফর রহমান (৪১)চিকিৎসাধীন অবস্থায় ২ দিন থাকার পর রবিবার রাতে মারা গেছেন।
পড়ুন>> রায়পুরায় টেঁটা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
পারিবারিক সূত্রে জানাগেছে, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাগলার হাট গ্রামের লুৎফর রহমান (৪১) শনিবার সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কাজের উদ্দেশ্য কাউনিয়ার মীরবাগ এলাকায় যাওয়ার সময় মীরবাগ-হারাগাছ রোডের বকুল তলা বাজারের কাছে ঢাকা থেকে বকুলতলা গামী যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুত্বর আহত হয়।
তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যায়।
Leave a Reply