কাউনিয়ায় আড়াই কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, শনিবার ভোরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের আবু সিদ্দিকের হোটেলের সামনে পিকাপ ভ্যানে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি তল্লাশি চালিয়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বেগমপুর গ্রামের মজিবর রহমানের পুত্র মোঃ নূরুন্নবী একই এলাকার আলতাব হোসেনের পুত্র মোঃ রাজু আহমেদ এবং একই জেলার ভূঙ্গামারী উপজেলার ছিট পাইকেরছড়া গ্রামের রহিম বাঘার পুত্র নজরুল ইসলামকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও একটি পিকাপসহ আটক করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন মাদক আইনে ব্যবসায়ীদের গ্রেফতার করে শনিবার সকালে আদালতে সোপর্দ। করা হয়েছে।
Leave a Reply