মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম ওরফে এশু। ২০০৩ সালে কারারক্ষী পদে নিয়োগের লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। পরে পুলিশি তদন্তও হয়। এর পর থেকে চাকরিতে যোগ দিতে নিয়োগপত্রের অপেক্ষায় দিন গুনতে থাকেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর নিয়োগপত্র আসেনি। সরকারি চাকরির আশা ছেড়ে দিয়ে কাপড়ের ব্যবসায় লেগে যান জহিরুল।
এদিকে গত বছরের (২০২১) ডিসেম্বরে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ কুলাউড়া পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে জহিরুলের নাম-ঠিকানা যাচাইয়ের জন্য একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে জহিরুল ইসলাম কারারক্ষী (ক্রমিক নম্বর-২২০১৪) পদে কর্মরত বলে উল্লেখ করা হয়। কাউন্সিলরের কাছ থেকে এ খবর পেয়ে জহিরুল বিস্মিত হন। পরে এ বিষয়ে কুলাউড়া থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সুত্র: প্রথম আলো ১৩.৮.২২
Leave a Reply