বাপু, তোমরায় কও
বুড়া হাড়োত
এইলা জ্বালা কত সয়?
বুড়ার গাওত ঘামচি ভরা
মোকে ফির চুলকিবার কয়!
মোর ঘামচি আওলায় কায়
তোমরায় কন আর কত সয়??
নাই দ্যাখোম মুই এইংকা গরম
ছুড়িত থাকি বুড়ি হনু
আগুন য্যান ঢালি দ্যায়
রোইদোতে মাও মনু মনু…
বাপরে বাপ রোইদের তাপ
চান্দি ফাটি বাড়ায় ভাপ
বুড়ার পাগাল কায় দেখে?
আগুনের নাকান জ্বলি থাকে।
তাতে আবার কামের চাপ
উপরআলা করো মাফ
“পায়রা” নাকি কিবা কয়
কারেন নাকি হবার নয়
বন্ধ হইচে, শুনি আনু
বাড়ি আসি বুড়াক কনু।
ফ্যালাও কারেন, পাংখা আনো
জীবন গেলো
নাই একফোঁটা দ্যাওয়ার পানি
জীবন ধরি টানাটানি
গাছের কাটোল শিয়ালে খায়
হাড়িভাঙা গড়গড়ায়।
যেইবার গাঁওত কারেন আইলো
সেইবার বুড়া হাউস করি
হারকিন কুপি তুলি থুইলোআ
ইলো এখান ফ্যান ধরি
হাতের পাখা চুলাত গেলো
ঘরোত জ্বলে বিজলি আলো
এলা, গোঁদের উপর বিষফোড়া
থাকে না ফির কারেন মরা।
পড়ুন>>পাছে লোক কিছু বলে
Leave a Reply