আম গাছে মুকুল বের না হয়ে নতুন পাতা বের হচ্ছে চিন্তার নেই। জেনে নিন সমাধান।
শীতের এখন শেষের দিকে ফাল্গুনের হাওয়া বইছে। আম গাছ গুলোতে লাগছে ফাল্গুনের হাওয়া।
ইতিমধ্যেই সকলের আম গাছগুলিতে মুকুল এসে গেছে। অনেকের বাগানের বাকি গাছগুলোতে মুকুল আসবে আসবে করছে। এখনো যদি আপনার আম গাছে মুকুল না এসে থাকে, তাহলে টেনশনের কোন কারন নেই, একটা পদক্ষেপ নিতে পারেন আল্লাহ ভালো কাজে আসবে।
জেনে নিন>>আমের হপার পোকার ক্ষতির ধরন ও দমনের উপায়
যেমন একটু লক্ষ্য করলে দেখবেন কিছু আম গাছের পত্র মুকুলের কোল থেকে মুকুলটা হয়, যার কোন পাতা হয় না, পুরোটাই মুকুল নিয়ে বের হয়। কিছু গাছে আবার আগে পাতা বের হয়, পাতা বের হওয়ার পর মুকুল আসতে শুরু করে। কিছু কিছু গাছের ক্ষেত্রে আবার প্রচুর নতুন পাতা বের হয়, সাথে প্রত্যেকটা পাতার কোল থেকে মুকুল আসতে দেখা যায়। মাঝে মাঝে কিছু গাছে মুকুলের মধ্যে খুব ছোট ছোট পাতা বের হয়। মুকুল যত বড় হয় ততই সেই পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে যায়।
সুতরাং যাদের গাছে এখন নতুন পাতা বের
হচ্ছে, তাদের গাছ এখন গ্রোথ নিচ্ছে। নতুন
নিচ্ছে মানেই যে সেই গাছে মুকুল আসবে
কিন্তু নয়। আবার এই নয় যে, নতুন পাতা
বেরোলে সব গাছে মুকুল আসবে। সেটা নির্ভর
করো কিছুকিছু বাছের ক্ষেত্রে আবার এডুম নতুন পাতা বের হয়, সাথে প্রত্যেকটা পাতার কোল থেকে মুকুল আসতে দেখা যায়। মাঝে মাঝে কিছু গাছে মুকুলের মধ্যে খুব ছোট ছোট পাতা বের হয়। মুকুল যত বড় হয় ততই সেই পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে যায়।
জেনে নিন>>আমের গুটি ঝরে পড়া রোধে করণীয়
সুতরাং যাদের গাছে এখন নতুন পাতা বের হচ্ছে, তাদের গাছ এখন গ্রোথ নিচ্ছে। নতুন গ্রোথ নিচ্ছে মানেই যে সেই গাছে মুকুল আসবে না তা কিন্তু নয়। আবার এই নয় যে, নতুন পাতা বেরোলে সব গাছে মুকুল আসবে। সেটা নির্ভর করে গাছের বয়স এবং গাছের গঠনের উপর ভিত্তি করে।
তবে যাদের আমগাছ গুলো ফল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিণত, তারপর ও নতুন পাতা বের হচ্ছে মুকুল না এসে, তাদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, মাঝে মাঝে আবহাওয়ার তারতম্যের কারণে গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা আসে এবং মুকুল ও আগে পরে বের হয়।
আপনার মুকুল না আসা আম গাছের বয়স যদি ৩ বছরের বেশি হয়ে থাকে সাথে গাছও যদি যথেষ্ট হেলদি থেকে থাকে, তাহলে সেই গাছে এবার ফল নেওয়া জন্য নিচের
না নিয়মে চেষ্টা করতে পারেন সামান্য
পরিচর্যার মাধ্যমে
পরিচর্যা গুলো হলো:
PGR কি?
আপাতত এইটুকু পরিচর্যায় যথেষ্ঠ, যার ফলে একটু দেরীতে হলেও আপনার গাছে মুকুল চলে আসবে ইনশাআল্লাহ।
পরিশেষে, যদি মনে করেন লেখা গুলো বাগানীদের উপকারে আসবে।
Leave a Reply