আমার রাজকুমার -নাসিমা আকতার
তোমার ভালবাসার সীমা পরিসীমা নেই
জটায় জড়িয়ে রাখ, কত রং
সৃষ্টি সুখের উন্মাদনায়
সে রঙ ছড়িয়ে আনন্দ কিংবা বেদনায়
আপ্লুত কর স্বপ্নভেজা আলয়।
মঙ্গল শোভাযাত্রা বর্ণিল উৎসবে মেতে উঠি
তুমি রাজকীয়বেশে পঙ্ক্ষীরাজ ঘোড়ায়
নিয়ে যাবে স্বপ্নে দেখা মঙ্গলদ্বীপে
হৃদয়ে জমে রাখা নীল আলপনা মুছে
অতি একান্তে হালখাতায় তুলবো
জীবনের নতুন উৎসবের পরিসংখ্যান
দ্রাবিড় দ্রাঘিমায় রাখবো আরো কিছু স্পন্দন
বছর শেষে রূপকথার মত আমিও যে হব রাজকুমারী।
Leave a Reply