গুচি গুচি বিছন নেই থোকাটা খুলিয়া,
আইসো বাহে ধান গারি আলোন্দ করিয়া।
হামরা হইনো মাইয়া মানুষ, তাতে কিসের শরম ?
ডাইরকা মাছের চচ্চরিতে ভাত যদি হয় গরম-
কোন্ ঠাকার গোলামের ব্যাটা দ্যাখাইবে নাল-চউক ?
সাইরে সাইরে গারি থুনুং ধান আগোৎ হউক;
আপনে দ্যাইখমেন ধানে ধান মাঠের কারবার !
কিসের থাকে মঙ্গা-ভূখা; কিসের অভাব খাবার?
হামার দ্যাশ–বাংলাদ্যাশ, হামরাতো বাঙালী,
সোনার মাটি থাইকতে ক্যানে হমো হে কাঙালী ?
আটারো কোটি মাইনষের মধ্যে মাইয়ারা নয় কোটি,
আবাদ-সুবাদে এবার হামরা হমো জুটি।
দ্যাশটায় এবার চেষ্টা করি আনমো স্বর্গসুখ,
সগায় তখন থাইকপে চায়া মাইয়া মাইনষের মুখ।
”সোনার বাংলা” গান গামো সগায় মিলিয়া,
আইসো বাহে ধান গারি আলোন্দ করিয়া।
Leave a Reply