অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ: ছাগল ব্যবসায়ীকে মারধর
নীলফামারীর ডোমার বসুনিয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ছাগল ব্যবসায়ীদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে হাট ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ৩জনে নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৯০ থেকে ১০০ জনকে আসামি করে ডোমার থানায় অভিযোগ দায়ের করেছেন ছাগল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন।
ঘটনাটি ঘটেছে, সোমবার উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাটে। অভিযোগে সুত্রে জানা গেছে, একটি ছাগল বিক্রির রশিদের মূল্য ১শত ৮০টাকা নির্ধারণ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনী। ঘটনার দিন ছাগল প্রতি ৩০টাকা করে বেশি টোল আদায় করা হলে প্রতিবাদ করেন ছাগল ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন।
সংঘর্ষের এক পর্যায়ে হাছান আলীর পকেট থেকে ৭২ হাজার, আক্তারুল ইসলামের ৭৬ হাজার, জয়নাল আবেদিনের ২ লাখ ১০ হাজার, দুলাল হোসেনের ১ লাখ ১৫ হাজার, এরশাদুল হোসেনের ৮০ হাজার, জাহাঙ্গীর হোসেনের ৭০ হাজার ৭০০, সুরুজ্জামানের ২ লাখ ৩০ হাজার, রমজান আলীর ১ লাখ ৫০হাজার, মোখলেস আলীর ১১ হাজার ৩০০, এরশাদ হোসেনের ১ লাখ ৩০হাজার, রাশেদুল ইসলামের ৮২ হাজারসহ সর্বমোট ১৩ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেন ইজারাদারের লোকজন।
এ ব্যাপারে ছাগল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের আছাদ আলীর ছেলে মামুন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আকবর আলীর ছেলে আব্দুল মালেক, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়া গ্রামের মোফাখ্খারুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০ থেকে ১০০ জনকে আসামি করে ডোমার থানায় অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ জানান, ব্যবসায়ীরা আমার কাছে এসে অভিযোগ করেছেন। আমি ইজারাদারকে ডেকেছি এবং অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply